এই মুহূর্তে জেলা

মাত্র তিনদিনেই চুরির কিনারা পুলিশের , উদ্ধার কয়েক লক্ষ টাকার গয়না , গ্রেফতার ২।

হাওড়া , ২৪ ফেব্রুয়ারি:- ওড়িশার রৌরকেল্লায় গিয়ে গত মার্চ মাস থেকে হাওড়ার গোলাবাড়ির নন্দীবাগানের বাসিন্দা একটি পরিবার করোনা পরিস্থিতিতে সেখানে আটকে পড়েছিলেন। ওই সময় থেকে হাওড়ার বাড়িতে কেবল একাই ছিলেন তাদের ছেলে। গত চারদিন আগে পরিবারটি হাওড়ায় ফিরে জানতে পারেন তাদের বাড়ি থেকে সোনা ও রূপো মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়ে গেছে। গত শনিবার ২০ ফেব্রুয়ারি গোলাবাড়ি থানায় এই চুরির ঘটনায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে প্রথমে ছেলে ঋষভকেই সন্দেহ করে। ঋষভ পুলিশকে তার প্রতিবেশী এক বন্ধু অঙ্কিত আগরওয়ালের নাম জানায়। ওই বন্ধু তাদের পরিবার সূত্রে দূর সম্পর্কের আত্মীয় বলেও পুলিশ জানিয়েছে।

প্রথমেই পুলিশ ঋষভের বন্ধু অঙ্কিত আগরওয়ালকে গ্রেফতার করে। তার কাছে চুরির গয়না উদ্ধার হয়। এরপর এই ঘটনায় জড়িত ঋষভ আগরওয়ালকেও পুলিশ গ্রেফতার করে। এরা দুজনেই অল্পবয়স্ক যুবক। নিজেদের লক্ষ্য পূরণ করতেই এরা এই কান্ড ঘটিয়েছে বলে পুলিশ মনে করছে। বুধবার দুপুরে হাওড়ার গোলাবাড়ি থানায় এক সাংবাদিক বৈঠকে হাওড়া সিটি পুলিশের এসিপি ( নর্থ ) অমিত কুমার সাউ জানান, ঋষভদের বাড়িতে অঙ্কিত প্রায়ই আসত। সেই সুযোগকে কাজে লাগিয়েই এই ঘটনা। অভিযোগ পাবার তিনদিনের মধ্যেই পুলিশ ঘটনার কিনারা করতে পেরেছে। উদ্ধার হয়েছে প্রায় ৬ লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না। গ্রেফতার হয়েছে অঙ্কিত ও ঋষভ।