হুগলি , ১৮ ফেব্রুয়ারি:- এনআরএস কাণ্ডের ছায়া এবার হুগলি জেলার চন্ডিতলায়।অমানবিক ভাবে বিষ খাইয়ে খুন করা হলো ১৫টি কুকুর ছানাকে। ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। ভোগের খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খাইয়ে ১৫ টি কুকুর ছানা মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্ডিতলা এলাকায়। স্থানীয় সূত্রের খবর কেউ বা কারা সরস্বতী পুজোর খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খেতে দেয় এলাকার কুকুর ছানাদের। আর সেই বিষ মেশানো খাবার খেয়ে চন্ডিতলার মধ্যপাড়া ও পানপাড়া এলাকার এখনো অবধি ১৫ টি কুকুরের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান রাতে কুকুরদের জন্য এলাকায় দুস্কৃতিদের অসামাজিক কাজে সমস্যা হওয়ায় নির্মমভাবে অবলা কুকুর গুলিকে বিষ দিয়ে মারা হয়েছে।
গতবছর এলাকায় একই কান্ড ঘটেছিল বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা।এর আগেও একাধিকবার কুকুর হত্যার ঘটনা সামনে এসেছে।কখনো এনআরএস আবার কখনো কালীঘাট।বারবার প্রকাশ্যে এসেছে এমন নির্মম পৈশাচিক ঘটনা। ২০১৯ সালে এনআরএস হাসপাতাল চত্বরে পিটিয়ে খুন করা হয় ১৬টি কুকুর ছানাকে। এই ঘটনায় তদন্তের পর দুই ছাত্রীকে সাসপেন্ড করে কতৃপক্ষ। এরপরেও বিভিন্ন জায়গায় একাধিকবার এমন অমানবিক ঘটনা সামনে এসেছে এই রাজ্যে। এবার আবার চন্ডিতলায় এমন ঘটনা সামনে আসায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দা থেকে পশুপ্রেমীরা। পশু হত্যায় কঠোর আইন আনার দাবিও জানায় এলাকার বাসিন্দারা।