এই মুহূর্তে জেলা

অরূপ ,ভাস্করের নেতৃত্বে হাওড়ায় মহামিছিল করল তৃণমূল।


হাওড়া , ১৭ জানুয়ারি:- মাত্র চারদিনের ব্যবধান। বিজেপি যুব মোর্চার মিছিলের পর হাওড়ায় ডুমুরজলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত এবার মহামিছিল করল তৃণমূল। অরূপ রায়, ভাস্কর ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। এদিন অরূপ রায় বলেন, “জনস্বার্থ বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এই মিছিল সংঘটিত করা হয়েছে। এটা তাঁদের দলীয় কর্মসূচি।” গঙ্গার এপারে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরার লোক পাওয়া যাবেনা, দিলীপ ঘোষের এই বক্তব্যের বিরোধিতা করে অরূপ রায় এদিন বলেন, “ওদের মিছিল মানুষ দেখেছে।

আমাদের জেলার ১৬টা বিধানসভা আসনের মধ্যে ১৬ টাই জিতে দেখিয়ে দেব বিজেপির পতাকা ধরার লোক থাকবে না।” এদিনের মিছিলে রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা, বৈশালী ডালমিয়ার মতো তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত না থাকা প্রসঙ্গে অরূপ রায় জানিয়েছেন, “সকলকেই এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কি কারণে আসেননি তা জানিনা। এই আন্দোলনে দলের লক্ষ লক্ষ কর্মী এককাট্টা আছেন বলে অরূপ রায় জানান।