এই মুহূর্তে কলকাতা

তৃণমূলের রাজ্য কমিটির সহ সভানেত্রী করা হলো শতাব্দী রায়কে।

কলকাতা , ১৭ জানুয়ারি:- তৃণমূলের রাজ্য কমিটির সহ সভানেত্রী করা হয়েছে শতাব্দী রায়কে। শতাব্দী ছাড়াও মালদহের মোয়াজ্জেম হোসেন ও দক্ষিণ দিনাজপুরের শংকর চক্রবর্তীকেও দলের রাজ্য সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই তাদের রাজ্য ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে বলে রবিবার এক বিবৃতিতে জানিয়েছে তৃণমূল। শুক্রবার নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ। শতাব্দীর সঙ্গে কথা বলেন অভিষেক। এরপরই বরফ গলে। রাজ্যের তৃতীয় তৃণমূল সরকার গড়ার জন্য হাতে হাত মিলিয়ে লড়াইয়ের ডাক দেন শতাব্দী। মালদহ জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। দলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি করা হয়েছে অপূর্ব মুখোপাধ্যায়কে। জিতেন্দ্র তিওয়ারি মাসখানেক আগে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। দিনাজপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে বিপ্লব মিত্রকে।