এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের সাথে রাজভবনে বৈঠক মুখ্যসচিবের


কলকাতা , ১৪ জানুয়ারি:- রাজ্যপাল জগদীপ ধনখরের তলবে আজ সন্ধ্যায় মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজভবনে যান। সেখানে রাজ্যপালের সঙ্গে তাঁর প্রায় এক ঘন্টা বৈঠক হয়। বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোন তরফেই কিছু জানানো হয়নি। তবে মুখ্যসচিব রাজ্যপালের জন্য কিছু উপহার নিয়ে গিয়েছিলেন বলে রাজভবন সূত্রে জানা গেছে।রাজ্যপাল মুখ্যসচিবের সঙ্গে নিজের ছবিও টুইট করেছেন। কিন্তু আলোচ্য বিষয়ের কোন উল্লেখ নেই রাজ্যপালের করা টুইটে। সূত্রের খবর, ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে মত বিনিময় করেছেন রাজ্যপাল।

এদিন রাজভবনের তরফে যে ছবি টুইট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিশ্ববাংলার লোগো আঁকা ব্যাগে করে রাজ্যপালের জন্য উপহার নিয়ে গিয়েছেন মুখ্যসচিব। অন্য ছবিতে হাসি মুখে দেখা যাচ্ছে ২ জনকেই। সঙ্গে লেখা হয়েছে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের তলবে রাজভবনে এসেছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তারে মধ্যে ১ ঘণ্টার বেশি সময় কথা হয়েছে। কিন্তু কী কথা হয়েছে মুখ্যসচিব ও রাজ্যপালের মধ্যে? সূত্রের খবর, ভোটের আগে বিভিন্ন জেলায় আইন-শৃঙ্খলা আঁটোসাঁটো করতে রাজ্য প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করেছে তা জানতে চান রাজ্যপাল। রাজ্যজুড়়ে অবাধে ভোট করাতে কী কী পদক্ষেপ করা হয়েছে তা বিস্তারে রাজ্যপালকে জানান মুখ্যসচিব। এক্ষেত্রে যেন কোনও ফাঁক না থাকে তা মুখ্যসচিবকে দেখতে বলেছেন রাজ্যপাল।