এই মুহূর্তে কলকাতা

শুক্রবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

কলকাতা , ১৩ জানুয়ারি:- রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন এখন প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন। দক্ষিণবঙ্গ ও অন্য পর্বে উত্তরবঙ্গের জেলা প্রশাসন গুলির সঙ্গে দু’দফায় এই বৈঠক হচ্ছে। মুলত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতেই আজকের এই বৈঠক। শুক্রবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে বুক স্তর পর্যন্ত পরিস্থিতি সম্পর্কে কমিশন জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট নেবে বলে জানা গিয়েছে।সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পর্যায়ে প্রস্তুতি চলবে।