এই মুহূর্তে কলকাতা

নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের তিন শতাংশ হারে বাড়তি মহার্ঘ ভাতা।


কলকাতা , ৯ জানুয়ারি:- নতুন বছরে রাজ্য সরকারি কর্মীরা তিন শতাংশ হারে বাড়তি মহার্ঘ ভাতা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী শনিবার নবান্নে অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে নতুন বেতনা হার কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে। এর ফলে রাজ্য সরকারের পদস্থ কর্তা, বিভিন্ন বোর্ড, কর্পোরেশনের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মত দুই লক্ষের বেশি উচ্চপদস্থ আধিকারিক যাদের মাসিক বেতন দু লক্ষ এক হাজার টাকার বেশি তারাও এই মহার্ঘ ভাতা পাবেন। এর ফলে পুরোনো হিসাব অনুযায়ী রাজ্য সরকারের বছরে দুই হাজার দুশো কোটি টাকারও অনেক বেশি খরচ হবে। উল্লেখ্য ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে এর আগে যাদের মাসিক বেতন দুই লক্ষ এক হাজার টাকা পর্যন্ত শুধুমাত্র তারা এই মহার্ঘ ভাতা পাবেন বলে জানানো হয়েছিল।

গত কয়েকদিন আগে নবান্নে মহার্ঘ ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা নিয়ে ক্ষোভ রয়েছে সরকারি কর্মীদের মধ্যে।ওয়াকিবহাল মহলের মতে তা ভোট বাক্সে পড়তে পারে। আর সেই কারণেই বিধানসভা ভোটের আগে ডিএ দেওয়া হল সরকারি কর্মীদের। ২০২১-এর জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ দেওয়া হবে বলে গত ৩ ডিসেম্বর জানান তিনি। তৃণমূলের নেতৃত্বাধীন কর্মচারী সংগঠন ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই তিনি এই ডিএ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা দিতে অতিরিক্ত খরচ হবে ২২০০ কোটি টাকা। কিন্তু সবদিক বিচার করে ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়।