এই মুহূর্তে জেলা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের বিরুদ্ধে নালিশ জানালেন রাজ্যপাল

সোজাসাপটা ডেস্ক , ৯ জানুয়ারি:- রাজ্যে বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি। তারই মধ্যে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি নিয়ে নালিশ জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। টুইট করে রাজ্যপাল জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠক হয়েছে। রাজ্যের বিভিন্ন বিষয়ে উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে ধনখড় এবং অমিত শাহের তড়িঘড়ি এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত গত বুধবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তারপরই শুক্রবার তড়িঘড়ি দিল্লি রওনা দেন রাজ্যপাল। দুপক্ষই অবশ্য তখন জানিয়েছিলেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই বৈঠক সৌজন্য সাক্ষাৎ। তবে কি মুখ্যমন্ত্রীর তরফ এ কোন বার্তা নিয়ে শাহ এর কাছে গেলেন? রাজনৈতিক মহলে এ নিয়ে চর্চা চলছে। তবে এদিন শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল জানান, বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।