কলকাতা , ৭ জানুয়ারি:- কলকাতা পুরসভা এলাকায় বাড়ির নকশা অনুমোদনে জমির উর্দ্ধসীমা সংক্রান্ত ছাড়পত্র প্রয়োজন হয়। এবার থেকে সেই ছাড়পত্র অনলাইন এ পাওয়া যাবে। বুধবার সল্টলেকের নগরায়ণ ভবনে এই সংক্রান্ত ওয়েব পোর্টাল ‘আর্বান ল্যান্ড সিলিং’ উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই পোর্টাল উদ্বোধনের পর তিনি জানিয়েছেন, ‘জমির দালাল চক্র ভাঙতে এই অনলাইন ব্যবস্থা চালু করা হলো। শহরবাসী সহজে পুরসভা থেকে সরাসরি এই সংক্রান্ত অনুমোদন পেতে পারেন, কোনও মাধ্যম ছাড়াই। ১১ জানুয়ারি থেকে এই পোর্টালটি কার্যকরী হবে। কলকাতা পুরসভা এলাকার যে কোনও বাসিন্দা বাড়ির নকশা অনুমোদন করাতে গেলে পুরসভার কোনও দপ্তরে ছুটতে হবে না।
অনলাইনে এই পোর্টালের মাধ্যমে আবেদন করলে এবং সমস্ত তথ্য সঠিক থাকলে অনুমোদন পাওয়া যাবে। এই পোর্টালের সঙ্গে কলকাতা পুরসভার সদর দপ্তর, আলিপুর শাখা এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের যোগ থাকবে। ফলে খুব সহজেই বাড়িতে বসে অনুমোদন পাওয়া যাবে। বাড়ির নকশা অনুমোদন করতে গেলে আগে জমির উর্দ্ধসীমা সংক্রান্ত ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হয়। এই শংসাপত্র যাতে বাড়িতে বসে দ্রুত সহজে পাওয়া যায়, তাই এই পোর্টাল চালু করা হলো বলে দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন।