এই মুহূর্তে কলকাতা

উদ্বাস্তুদের জন্য জমি।


কলকাতা , ৫ জানুয়ারি:- ‌উদ্বাস্তুদের জন্য বাসন্তীতে ২৬ একর জমি নিল রাজ্য সরকার। এদিনের মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌রাজ্য সরকার উদ্বাস্তুদের স্বীকৃতি দিয়েছে। এ রাজ্যে সব উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের হাতে ধাপে ধাপে নিঃশর্ত দলিল তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারী এবং ব্যক্তিগত মালিকানাধীন জমিতে যে সমস্ত উদ্বাস্তু কলোনি আছে, সেখানেও আমরা ধীরে ধীরে নিঃশর্ত দলিল দেওয়ার ব্যবস্থা করবো।’‌