এই মুহূর্তে জেলা

পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়

শিলিগুড়ি , ৪ জানুয়ারি:- সোমবার পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে এলেন যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়। এদিন দুপুরে বাগডোগরা বিমান বন্দরে নামের। এরপর সেখান থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে। দলীয় সূত্রে জানা গিয়েছে যে ৮ ই জানুয়ারি পর্যন্ত তিনি শিলিগুড়িতেই থাকবেন। এবং এখান থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সভা ও বৈঠক করবেন। আজ বিকেলে উত্তরকন্যার কন্যাশ্রীতে দার্জিলিং জেলার নেতৃত্বদের নিয়ে দফায় দফায় বৈঠক করবেন তিনি। এছাড়াও সমতলের তিনটি বিধান সভার সাংগঠনিক অবস্থা নিয়ে কথা বলবেন তিনি।