এই মুহূর্তে জেলা

বিজেপির মন্ডল সভাপতিকে গুলি করে খুনের চেষ্টা অভিযোগ পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের স্বামীর বিরুদ্ধে

মালদা , ৪ জানুয়ারি:- বিজেপির মন্ডল সভাপতিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের স্বামীর বিরুদ্ধে। রবিবার গভীর রাতে মালদার রতুয়া-২ নম্বর ব্লকের বারইল এলাকায় ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতিদের ছোড়া গুলিতে প্রাণে বেঁচে গেলেও হাতে গুলি লেগে গুরুতর জখম হন ওই বিজেপি নেতা। বর্তমানে তিনি মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় পুখুরিয়া থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে জখম বিজেপি নেতার নান সাদেক আলি(৩৮)। বাড়ি রতুয়া-২ নম্বর ব্লকের শ্রীপুর-২ পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকায়। তিনি ১৮ নম্বর জেলা পরিষদ আসনের বিজেপির মন্ডল সভাপতি। রবিবার রাতে দলীয় কাজ করে বাড়ি ফিরছিলেন।

নিজের প্রাইভেট গাড়িতে বাড়ি ফেরার পথে বারইল এলাকায় রাস্তার উপর একটি ট্রাক দাঁড় করানোছিল। তা দেখে গাড়ি থামায় চালক। ট্রাকের পেছন থেকে তিন জন বেড়িয়ে গুলি ছুড়তে থাকে। চালক গাড়ি নিয়ৈ পালানোর চেষ্টা করে। দুষ্কৃতিরা এলোপাথাড়ি গুলি ছুড়লে একটি সাদেকের হাতে লাগে। সেখান থেকে পালিয়ে এসে মালদা মেডিকেলে নিয়ে আসে। অভিযোগ স্থানীর তৃণমূল পঞ্চায়েতের প্রধানের স্বামী মহবত আলি ও তার ছেলে আসীম আক্রম এদিন গুলি ছোড়ে। সাদেকের নেতৃত্বৈ এলাকায় সংখ্যালঘূ ভোট বিজেপির বাড়ছিল। তাই দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে বিবাদ। এদিন তারি জেরে গুলি করে খুনের চেষ্টা করে।