কলকাতা ,২ জানুয়ারি:- হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার সকালে জিম করতে গিয়ে ঘটে বিপত্তি। সকালে জিম করতে গিয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, একটি মৃদু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, এখন সৌরভের অবস্থা স্থিতিশীল।
পরীক্ষা চলছে তাঁর শারীরিক অবস্থার। ইসিজি করা হয়েছে বলেও জানা গেছে। সূত্রের খবর, গতকাল রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। পিঠে ও হাতে ব্যথা সহ বেশ কিছু অস্বস্তিতে ছিলেন তিনি। আজ সকালে জিম করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেন মুখ্যমন্ত্রী। তাঁর এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। মমতা জানান,”সৌরভের শারীরিক অবস্থার কথা শুনে দুঃখ পেয়েছি। দ্রুত সুস্থতা কামনা করি তাঁর।”