এই মুহূর্তে জেলা

করোনা কবে নির্মূল হবে তা জানা নেই , তবে টিএমসি কবে যাবে সেটা আমার জানা আছে – দিলীপ ঘোষ।


হাওড়া , ২৫ ডিসেম্বর:- “করোনা কবে নির্মূল হবে তা জানা নেই। তবে টিএমসি কবে যাবে সেটা আমার জানা আছে।” শুক্রবার সকালে হাওড়ার লিলুয়া গুহ পার্ক এলাকায় বালি মন্ডল – ২ বিজেপির উদ্যোগে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, করোনা কবে নির্মূল হবে তা জানা নেই। তবে টিএমসি কবে যাবে সেটা আমার জানা আছে। তিনি বলেন, “করোনা আবহে বাইরে বেরিয়ে লড়াই করতে হচ্ছে বাধ্য হয়ে। লড়াই টিএমসি ভাইরাসের সঙ্গে যেখানে, সেখানে করোনা কিছুই নয়। টিএমসি এখন ভেন্টিলেশনে চলে গেছে। ডেথ সার্টিফিকেট শুধু সময়ের অপেক্ষা। ২০২১ সালের ২৩ মে’র পরে বডি বার করা হবে।

তবে যতদিন আছে ততদিন আমাদের জন্যে সমস্যা থাকবে। স্কুল আছে, ছাদ নেই। কল আছে, জল নেই। থানা আছে, পুলিশ নেই। খালি সিভিক পুলিশ আছে। স্কুল আছে, শিক্ষক নেই। হাসপাতাল আছে, ডাক্তার নেই। এমনই হাল। তাও ওনারা বলেন বাংলা ১নম্বর। দীঘাকে গোয়া বানিয়েছেন, কলকাতাকে লন্ডন। আর দার্জিলিংকে এমন সুইজারল্যান্ড বানিয়েছেন যে মানুষ ৪ বছর ধরে যেতেই পারছেন না। যে ছিলো তাকে বার করে দিয়েছিলো, আবার সেই গুরুংকে নিয়ে এসেছে।” দিলীপ ঘোষ আরও বলেন, “রেশান নিয়ে দূর্নীতি হয়েছে, আমফানের ক্ষতিপূরণ নিয়েও অনেক ঘোটালা হয়েছে। যাদের বাড়ি পড়ে গেছে তারা কিছু পায়নি। নেতাদের ৪ তলা বাড়ি হয়েছে।”