এই মুহূর্তে কলকাতা

অমর্ত্য সেনের জমি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিস্মিত এবং আহত।

কলকাতা , ২৫ ডিসেম্বর:- শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতীচী’র জমি নিয়ে যে বিতর্ক তৈরি করা হচ্ছে,সংবাদমাধ্যম থেকে তা জানতে পেরে তিনি বিস্মিত এবং আহত। অমর্ত্য সেনের পরিবারের সঙ্গে শান্তিনিকেতনের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু নতুন অনুপ্রবেশকারী সাম্প্রতিক কালে সম্প্রতি তার পারিবারিক সম্পত্তি নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তুলতে শুরু করেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদকে লেখা চিঠিতে তাঁকে ‘সম্মাননীয় অমর্ত্যদা’বলে সম্বোধন করেছেন মমতা। চিঠির শেষে প্রণামও জানিয়েছেন।

লিখেছেন,‘অনুগ্রহ করে এ দেশের আধিপত্যবাদ এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে আমাকে আপনার বোন এবং বন্ধু হিসেবে গণ্য করুন’। অমর্ত্য এবং তাঁর পরিবারের সঙ্গে শান্তিনিকেতনের দীর্ঘদিনের নিবিড় যোগাযোগের প্রসঙ্গ তুলে মমতা লিখেছেন,‘আপনার মাতামহ পণ্ডিত ক্ষিতিমোহন সেন ছিলেন শান্তিনিকেতনের প্রথম যুগের বাসিন্দাদের একজন। আপনার বাবা শিক্ষাবিদ এবং প্রশাসক আশুতোষ সেন আট দশক আগে প্রতীচী নির্মাণ করেছিলেন। শান্তিনিকেতনের সংস্কৃতি এবং বন্ধনের সঙ্গে আপনাদের পরিবার নিবিড় ভাবে আবদ্ধ’।