হাওড়া , ২৪ ডিসেম্বর:- বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে হাওড়া সিটি পুলিশ একাধিক ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। হাওড়া সিটি পুলিশের ডিসি সদর দ্যুতিমান ভট্টাচার্য জানান, হাওড়া সিটি পুলিশ এলাকায় রয়েছে মোট ২১টি চার্চ । নিশ্চিন্দা, হাওড়া, গোলাবাড়ি সকল জায়গায় চার্চগুলি খোলা থাকবে। এই সকল চার্চে থাকবে পুলিশের কড়া নজরদারি। বড়দিনে চার্চ ছাড়াও নজরদারি করা হবে পিকনিক স্পট, শপিং মল, বারে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ২৫ শে ডিসেম্বর সারা দিন এই সকল জায়গায় নজরদারি চলবে বলেও তিনি জানিয়েছেন।
এই নজরদারির জন্য সকল পুলিশ আধিকারিকদের তৈরি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। টহলদারির জন্য ২টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং ৪টি রেডিও ফ্লাইং স্কোয়াড নামানো হচ্ছে। তৈরি থাকবে বাইক বাহিনীও। প্রতিটি বাইকে থাকবেন ২ জন পুলিশ কর্মী। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌছোনোর জন্য এদের ব্যবহার করা হবে। বড়দিনে মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক চালকের দৌরাত্ম্য বেড়ে যায়। বেপরোয়া বাইক চালানোর জন্য দুর্ঘটনাও ঘটে অনেক। এর সঙ্গে বাড়ে ইভটিজিংও। এই ঘটনা কড়া হাতে দমনের জন্য রাস্তায় বিশেষ নজরদারি চলবে।