এই মুহূর্তে জেলা

নিউ ব্যারাকপুরে আক্রান্ত বিজেপি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

ব্যারাকপুর, ২৩ ডিসেম্বর:- আর নয় অন্যায় কর্মসূচির তদারকি করতে গিয়ে বিজেপির মন্ডল সম্পাদক সহ আক্রান্ত বেশ কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার তালবান্দা পুলিশ ফাঁড়ির উল্টোদিকে প্রগতি সংঘের পাশে। অভিযোগ, এদিন স্থানীয় প্রগতি সংঘের পাশে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচির অঙ্গ হিসেবে একটি পথ সভার আয়োজন করা হয়েছিল। সেই পথ সভার কাজকর্ম খতিয়ে দেখতে স্থানীয় মন্ডল সম্পাদক অসীম বিশ্বাস দলীয় কর্মীদের নিয়ে সেখানে যান। তারা পথ সভা উপলক্ষে সেখানে দলীয় পতাকা লাগাতে থাকেন। স্থানীয় বিজেপির মন্ডল সম্পাদক অসীম বিশ্বাসের অভিযোগ, দলীয় পতাকা লাগানোর সময় আচমকাই ৬০-৭০ জনের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে। লাঠি,বাঁশ ও পিস্তলের বাঁট দিয়ে তাকে মারধর করা হয়।

এমকি তার মাথাও ফাটিয়ে দেওয়া হয়। তাছাড়া তার দলীয় সহ কর্মীদের বেধরোক পেটান হয় বলেও বিজেপির মন্ডল সম্পাদকের অভিযোগ। তার দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুমকি দিয়েছিল এখানে কোনরকম বিজেপির মিটিং-মিছিল করা যাবে না। ঘটনাস্থলের উল্টোদিকে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও পুলিশ কোনও রকম পদক্ষেপ গ্রহন করে নি। নিরব দর্শকদের ভুমিকা পালন করছে বলে বিজেপির মন্ডল সম্পাদকের দাবি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত দলীয় কর্মীদের পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির অভিযোগ ভিত্তিহীন। ওদের নিজেদের ভেতরকার অন্তদন্দের ফলে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।