হুগলি , ২১ ডিসেম্বর:- হুগলি জেলার ধনেখালি সিবাইচন্ডী স্টেশনচত্বর মাঠে বিশাল জনসভা করলো বিজেপি।এদিন বিজেপির সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এদিন সভামঞ্চ থেকে চাচাছোলা ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ সানান ভারতী ঘোষ।এদিন তিনি বলেন তৃণমূল সরকারের এবার পাকিস্তানের টিকিট কেটে রাখুক কারণ পাকিস্তানের ইমরান খান তাদের যোগ্য সন্মান দেবে।ভারতে যেখানে জয় শ্রী রাম বলার অধিকার নেই সেই ভারতে এই তৃণমূল সরকারের থাকারও অধিকার নেই।
এদিন সভা থেকে অভিষেক ব্যানার্জী কে খোকাবাবু বলে কটাক্ষ করেন ভারতী ঘোষ। বলেন কাঠমানির টাকায় বাড়িতে ঝাড়বাতি,লিফ্ট লাগাচ্ছে খোকাবাবু।তোলাবাজ খোকাবাবুর আর বাংলায় দরকার নেই। মানুষ এখন চোরদের সরকারকে চিনে নিয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী। সেই প্রসঙ্গে ভারতী ঘোষ বলেন এটা ওদের একটা পারিবারিক সমস্যা।এতে বিজেপির কোনো সমস্যা হবেনা। এদিন ভারতী ঘোষ ধনেখালি থেকে বিধায়ক অসীমা পাত্রকে কটাক্ষ করে বলেন রাজ্যের মন্ত্রীর নিজের কেন্দ্রেই কোনো উন্নয়ন করতে পারেন নি।