এই মুহূর্তে জেলা

এক ওয়েট লিফটারের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারl

হুগলি,২০ ডিসেম্বর:- হুগলির শ্রীরামপুরের দিল্লি রোড লাগোয়া ভূষণ ফ্যাক্টরির আবাসন থেকে। মৃতের নাম মঙ্গলা সেন(৩০)। মৃতের আত্মীয়র অভিযোগ মঙ্গলা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতায় সফল হয় মিস ইন্ডিয়া হয়। স্বামীর অবৈধ সম্পর্কে বাধা দেওয়ার কারণেই তাকে শ্বাসরোধ করে খুন করেছে স্বামী অম্বরিশ সেন,সেও একজন ওয়েট লিফটার। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত অম্বরিশ সেনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। যদিও অম্বরিশের ভাইয়ের দাবি এই ঘটনায় দাদা কোনভাবে যুক্ত নয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।