এই মুহূর্তে কলকাতা

জে, পি,নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্য প্রশাসনের দিকেই আঙ্গুল তুললেন রাজ্যপাল।


কলকাতা , ১১ ডিসেম্বর:- বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য প্রশাসন এর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। আজ রাজভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন গতকাল মানবাধিকার দিবসে রাজ্যে যা ঘটলো তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। গতকালের ঘটনা সংবিধানের পক্ষে অবমাননাকর বলেও তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আমলাদের বারবার সতর্ক করা সত্ত্বেও রাজ্যে ক্রমশই আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের সাহায্যে বিরোধীদের দমন করা হচ্ছে বলেও তিনি জানান। গতকালের ঘটনা নিয়ে রাজ্যপাল আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কে রিপোর্ট পাঠিয়েছেন বলে জানিয়েছেন।

এদিকে, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক নেতার গাড়ির উপরে হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র কে তলব করেছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে চেয়ে আগামী সোমবার দুপুরে তাদের দিল্লিতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে ই মেইল মারফত চিঠি পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনায় রাজ্য পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।