কলকাতা ,৮ ডিসেম্বর:- কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষে অনলাইন ক্লাস শুরু করছে। করোনা অতিমারীর আবহে ছাত্রছাত্রীদের নিরাপদে পঠন পাঠনের সুযোগ করে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী ১৬ ডিসেম্বর থেকেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষের অনলাইন ক্লাস শুরু হবে। ইতিমধ্যেই কলেজের অধ্যক্ষদের স্নাতক স্তরের প্রথম বর্ষের ক্লাস শুরু করার জন্য এবং স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ক্লাস শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় বিভাগীয় প্রধানদের বলা হয়েছে। ইতিমধ্যেই স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ। যদিও বেশ কিছু কলেজে আসন ফাঁকা রয়েছে। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলেজে আসন ফাঁকা থাকলে নতুন করে পোর্টাল খুলে ভর্তির ব্যবস্থা করতে বলন।
সেই মতো নতুন করে পোর্টাল খুলে ভর্তি করার প্রক্রিয়া বেশিরভাগ কলেজেই শেষ হয়ে গিয়েছে। তবে স্নাতক স্তরের ক্লাস শুরু ১৬ ডিসেম্বর থেকে হলেও পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে অন্তত এমনটাই বলছেন কলকাতার বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই ভার্চুয়াল বৈঠকে একাধিক অবস্থান স্পষ্ট করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। ডিসেম্বর মাসে কলেজ-বিশ্ববিদ্যালয় না খোলার পাশাপাশি অনলাইনে ক্লাস নেওয়া হবে সেই বিষয়েও রাজ্যের অবস্থান স্পষ্ট করেছিলেন শিক্ষা মন্ত্রী। সেই অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফেই অনলাইনে ক্লাস শুরু করার প্রস্তুতি নিয়ে নেওয়া হল।