শিলিগুড়ি, ২৯ নভেম্বর:- দীর্ঘদিন সাড়ে তিন বছর পড় এদিন বিকাল পাঁচটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবিরের অন্যতম নেতা রোশন গিরি। এবং বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানতে ভীড় করেন বিমলপন্থী কর্মী সমর্থকরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোশন গিরি বলেন যে বিমল গুরুং নেতৃত্বের উপর পাহাড়বাসিদের দীর্ঘ বিশ্বাস রয়েছে। গত সাড়ে তিন বছর ধরে জনতা আমাদের সর্মথন করেছে। তবে গত ১১বছর ধরে বিজেপি আমাদের জন্য কিছুই করেনি। পাহাড়ের ১১টি জনজাতিদের তফশিলি উপজাতির পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। এমনকি পাহাড়ের রাজনৈতিক সমস্যা সমাধানে ব্যার্থ হয়েছে। এজন্যই বিজেপিকে ছেড়ে আমরা দিদি হাত ধরেছি। গত ২১ অক্টোবর কলকাতা থেকে বিমল গুরুং ঘোষণা করেছেন যে ২০২৪ যে দল গোর্খাদের সর্মথন করবেন তাকেই আমরা সর্মথন করবো।
এর পাশাপাশি তিনি আরও বলেন যে আগামী ৬ ডিসেম্বর বিমল গুরুং দার্জিলিংয়ে আসবেন। এরপর শিলিগুড়ি বাঘাযতীন পার্কে জনসভা করার উদ্দেশ্য রয়েছে। বিনয় ও অনিত পাহাড়ের পরিস্থিতি বরবাদ করে রেখেছে। দুর্নীতি,পক্ষপাতিত্ব সহ গনতন্ত্রের হত্যা করেছে। এর জন্য বিমল গুরুং পাহাড়ে আসলে গনতন্ত্র ফিরে আসবে পাহাড়ে। এরপর রোশন গিরি সড়ক পথ দিয়ে সোজা চলে যান সুকনায়। এবং আগামীকাল কার্শিয়াংএর মোটর স্টান্টে জনসভা করবেন। প্রসঙ্গত ২০১৭ সালে গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে হিংসাত্মক আন্দোলনের পর থেকেই বিমল, রোশন সহ মোর্চার বেশ কিছু নেতানেত্রী দীর্ঘদিন আত্মগোপন করে ছিলেন। গত ২১ অক্টোবর বিমল এবং রোশন কলকাতায় আসেন। এরপর এদিন শিলিগুড়ি ফিরলেন রোশন গিরি।