কলকাতা , ২০ নভেম্বর:- রাজ্যে আরও তেল ও প্রাকৃতিক গ্যাস ভান্ডার আবিষ্কারের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় তেল, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। কলকাতায় আজ বণিকসভা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ১১৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, উত্তর ২৪পরগণার অশোকনগরে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। সেখানে তেল আবিষ্কারেরও ভাল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইস্পাতের উৎপাদন সম্পর্কে মন্ত্রী জানান, পূর্ব ভারতে একটি ইস্পাত ক্লাস্টার গড়ে তোলা হচ্ছে। এই ক্লাস্টার অন্যান্য শিল্পেরও বিকাশের সূত্রপাত করবে। তিনি আরও বলেন, স্টিলের মাথাপিছু ব্যয় ভারতে মাত্র ৭৪ দশমিক ১ কেজি, যা বিশ্বব্যাপী গড়ের এক তৃতীয়াংশ।
কেন্দ্রীয় সরকার এই শিল্পে কাঁচামাল সরবরাহ করার চেষ্টা চালাচ্ছে এবং একটি ইস্পাত স্ক্র্যাপ নীতিও তৈরি করেছে। মন্ত্রী আরও জানান, পূর্ব ভারতের উন্নয়ন ছাড়া আত্মনির্ভর ভারত সম্ভব নয়। তাই কেন্দ্রীয় সরকার পূর্ব ভারতের উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইস্পাতের দাম বাজারভিত্তিক চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। সরকার মুক্তবাজারের হস্তক্ষেপ করবে না। তবে দেশের ইস্পাত নির্মাতাদের জন্য যাতে সঠিকভাবে আকরিক লোহা পাওয়া যায় সেজন্য কেন্দ্রীয় সরকার লৌহ আকরিক রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখ্য আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল, মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি বিবেক গুপ্তা প্রমূখ এই সভায় উপস্থিত ছিলেন।