এই মুহূর্তে কলকাতা

অবশেষে বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু হচ্ছে।


কলকাতা , ৯ নভেম্বর:- অবশেষে বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু হচ্ছে। ট্রেন বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে বহু মানুষ কাজের প্রয়োজনে কলকাতা আসতে পারেননি। তাঁরা এবার আসবেন। তাই শিয়ালদা ,হাওড়া বালিগঞ্জ, উল্টোডাঙ্গা সহ বিভিন্ন স্টেশন থেকে মানুষ যাতে সহজে শহরের প্রাণ কেন্দ্রে আসতে পারে, তার জন্য বাস সার্ভিস স্বাভাবিক করার চেষ্টা করা করছে রাজ্য সরকার। সোমবার পরিবহন দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লকডাউন এর আগে কলকাতা জুড়ে বিভিন্ন রুটে যত সরকারি বাস চলত, বুধবার থেকে সব রুট এ সমান সংখ্যক সরকারি বাস চলবে। স্বাভাবিক করে দেওয়া হবে সরকারি বাস পরিষেবা।

পরিবর্তে ব্যারাকপুর, বারাসাত ,মধ্যমগ্রাম ,বারুইপুর ,সোনারপুর সহ শহরতলীতে ট্রেন না থাকার জন্য যে বিশেষ স্পেশাল বাসের ব্যবস্থা করেছিল সরকার, সেই বাসগুলো বুধবার থেকে তুলে নেওয়া হবে। বেসরকারি পরিবহন সংস্থাগুলি ও যাতে বুধবার থেকে স্বাভাবিক পরিষেবা দেয় তাও নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। যাত্রীর অভাবে অনেক রুটে বেসরকারি সংস্থা রুটের বাস কম করে দিয়েছিল। বুধবার থেকে ফেরি সার্ভিস, বাস-ট্যাক্সি ,অটো কলকাতা জুড়ে স্বাভাবিকভাবে চলাচল করে তার জন্য বৈঠক ডেকেছে পরিবহন দপ্তর। আজ মঙ্গলবার বাস মালিক সংগঠন অটো এবং ট্যাক্সি সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন পরিবহন সচিব রাজেশ সিনহা।