ব্যারাকপুর , ৬ নভেম্বর:- শুক্রবার সকাল ১১ টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়া জুটমিলে। দমকলের পাঁচটি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযোগ উঠেছে, দমকল দেরিতে আসার। জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎ আগুন লাগে পাটঘরে। ওই পাটঘর থেকে আগুন ছড়ায় জুট অয়েল ট্যাঙ্কারে। আগুনের প্রচন্ড তাপে ট্যাঙ্করটি ফেটে যায়। ট্যাঙ্করটি ফেটে গেলে দ্রুততার সঙ্গে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। আগুনে বিল্ডিংয়ের একটা অংশ ধ্বসে পড়ে। ডিভিসনাল ফায়ার অফিসার দেবতনু বোস জানান,দমকলের পাঁচটি ইঞ্জিন খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তবে আগুন পাটঘর থেকে ব্যাচিং ও ফিনিসিং-সহ অন্যান্য বিভাগে ছড়িয়ে পড়েছিল। ছড়িয়ে পড়া আগুন জুট অয়েল ট্যাঙ্কারে লাগলে সেটি ফেটে যায়। অপরদিকে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন টিটাগড়ের কেলভিন জুট মিলে। ওই মিলের পাট ঘর থেকে আগুন পাশের একটি গোডাউনে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে গোডাউনে মজুর রাখা পাট ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভায়। শুক্রবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এলে কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেয়, মিলে রক্ষণাবেক্ষনের কাজ চলছে। তাই আপাতত উৎপাদন বন্ধ থাকবে। এই মিলের আই এন টি টি ইউ সি-র সহ-সভাপতি অশ্বিনী শুক্লা বলেন, ওইদিন রাত থেকেই উৎপাদন বন্ধ। শুক্রবার সকাল থেকেও উৎপাদন চালু হয়নি। রক্ষণাবেক্ষনের কাজ শেষ হলে হয়তো উৎপাদন শুরু হবে।