কলকাতা , ৪ নভেম্বর:- করোনা সংক্রমণ থেকে রাজ্যে সুস্থতার হার ৮৮ দশমিক ৮৮ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৮৭ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৮৯ হাজার ৫৭৬ জন এই রোগে সংক্রমিত হলেন। অন্যদিকে তার মধ্যে তিন লাখ ৪৬ হাজার ২৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪ হাজার ১২৯ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই সময়ে আরও ৫৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৬ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১২ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৬৮ জন। যার মধ্যে ২ হাজার ২৫৯ জন কলকাতা ও এক হাজার ৬৩২ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বর্তমানে ৩৬ হাজার ২৪৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৪৭ লাখ ৩৩ হাজার ৫০৮ জনের নমুনা পরীক্ষা করা হলো।