স্পোর্টস ডেস্ক , ৩ নভেম্বর:- আবারও হাসপাতালে ভর্তি হলেন দিয়েগো মারাদোনা। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা খুব একটা খারাপ নয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৬০ বছর বয়সি মারাদোনাকে লা প্লাতার ইপেনসা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। বুয়েনস আর্য়াস থেকে প্রায় এক ঘণ্টা দুরত্বে এই হাসপাতালটি অবস্থিত। বর্তমানে স্থানীয় ক্লাব জিমনাশিয়া ওয়াই এসগ্রিমাকে কোচিং করান মারাদোনা। প্রসঙ্গত, ১৯৮৬ সালে আর্জান্টিনার হয়ে ফুটবল বিশ্বকাপ জয় করেছিলেন দিয়েগো মারাদোনা। তাঁকে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন হিসেবে ধরা হয়। জানা গেছে, বিগত কয়েকদিন ধরে শরীরটা খারাপ থাকার কারণেই আজ পরীক্ষানিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁকে দিনকয়েক রাখা হবে।
তিনি করোনা আক্রান্তও হননি। উল্লেখ্য, দিনকয়েক আগেই মারাদোনার করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেখানে রিপোর্ট নেগেটিভ এসেছিল। তাঁর এক দেহরক্ষীর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ার পরই মারাদোনা আপাতত নিজেকে আইসোলেশনে রেখেছিলেন। গত শুক্রবার ৬০ বছর বয়সে পা রেখেছিলেন মারাদোনা। তখনই তাঁকে শেষবার জনসমক্ষে দেখতে পাওয়া গিয়েছিল। সেইদিনই আবার প্যাট্রোনাটোর বিরুদ্ধে তাঁর দল লিগ ম্যাচ খেলতে নেমেছিল। ওইদিন তাঁকে জন্মদিন উপলক্ষ্যে একটি ফলক এবং কেক উপহার দেওয়া হয়। কিন্তু, তিনি মাঠে বসে শেষপর্যন্ত ম্যাচ দেখেননি। তখন থেকেই তাঁকে অসুস্থ এবং দুর্বল দেখাচ্ছিল।