হাওড়া , ২০ সেপ্টেম্বর:- সমবায় ব্যাঙ্কের আর্থিক সহায়তায় রেডক্রস সোসাইটির হাওড়া শাখার উদ্যোগে হাওড়া জেলার প্রথম শিশু হাসপাতালের শিলান্যাস হল। শনিবার সকালে হাওড়ার রেডক্রস ভবনে এক অনুষ্ঠানে এই হাসপাতালের শিলান্যাস করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। ২৫ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে শিশুদের সাধারণ চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারেরও ব্যবস্থা থাকবে। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পুর কমিশনার ধবল জৈন সহ অন্যান্য বিশিষ্টরা।
জানা গেছে, এই হাসপাতাল তৈরির জন্য রাজ্যের সমবায় দফতরের তরফে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। রেডক্রস সোসাইটির হাওড়া শাখার সম্পাদক বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুজয় চক্রবর্তী জানান, আগামী ২০২১ এর শুরুতেই এই হাসপাতাল তৈরি হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। শিশুদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবেই তৈরি করা হবে। অনেক কম খরচে এখানে শিশুদের চিকিৎসা হবে। রাজ্যের স্বাস্থ্য দফতরেরও সাহায্য নেওয়া হবে। এদিন মন্ত্রী অরূপ রায় বলেন, শিশুদের জন্য এই হাসপাতাল তৈরি হয়ে গেলে শিশুরোগের চিকিৎসার ক্ষেত্রে খুব সুবিধা হবে।