রায়গঞ্জ ,২০ সেপ্টেম্বর:- লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। পাচদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে ধৃত ব্যাক্তিকে আজ রায়গঞ্জ আদাদলতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং জানিয়েছে, ধৃত ব্যাক্তির নাম নাজিমুদ্দিন (২৬)। বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ির বালুফারা এলাকায়। শনিবার রাতে লক্ষীডাঙ্গা মোর এলাকা থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে হেমতাবাদ থানার পুলিশ। ব্রাউন সুগার, মাপার যন্ত্র, মোবাইল ফোন এবং নম্বরবিহীন মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন,উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য লক্ষাধিক টাকা। ওই ব্যক্তি এলাকায় ব্রাউন সুগার বিক্রির যুক্ত রয়েছে। মালদা জেলার বিভিন্ন এলাকা থেকে ওই ব্যক্তি ব্রাউন সুগার কিনে এই সমস্ত এলাকায় বিক্রি করত বলে জানা গেছে। এই কারাবারে কে কে যুক্ত আছেন তার সন্ধান করতে ধৃতকে পুলিশী হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় হেমতাবাদ থানার পুলিশ।ধৃতকে পাঁচদিনের পুলিশী হেফাজতের নেবার আবেদন জানিয়ে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে।
Related Articles
নেশা করার প্রতিবাদ করায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
মালদা , ১৪ আগস্ট:- নেশা করার প্রতিবাদ করায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার আঠারো মাইলের বিহারী টোলা এলাকায়। মৃত গৃহবধূর নাম আয়েশা বিবি বয়স (৩০) বছর। পরিবার সূত্রে জানা যায় গত ১৫ বছর আগে সাহেবগঞ্জ জেলার নয়া পলাশ বন এলাকার আশরাফুল হকের মেয়ে আয়েশা বিবির সাথে […]
ট্রেনের হকার থেকে জাতীয় হাঁটা প্রতিযোগীতায় কোন্নগরের অভিজিৎ , আর্থিক সহযোগিতা স্থানীয় বিধায়কের।
হুগলী,৭ জানুয়ারি:- আর্থিক অনটনের মধ্যে দিয়ে কেটে যায় দিন । কখনো বালি চটকলে কাজ , আবার কখনো ট্রেনের হকারি। জীবন যুদ্ধে প্রতিনিয়ত চলছে লড়াই তবু হার মানাতে পারেনি তার ইচ্ছের বিরুদ্ধে । হকারি করেও প্রতিদিন ১০ কিলোমিটার হাঁটা ছিল তার প্রতিদিনের অনুশীলন। আর আজ এই অনুশীলন জাতীয় হাটা প্রতিযোগীতায় জায়গা করে দিল কোন্নগরের অভিজিৎ […]
লিলুয়ার ইন্ডাস্ট্রিয়াল বেল্টে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন।
হাওড়া, ২৩ আগস্ট:- হাওড়ার লিলুয়ার গোসালায় এন এস রোডের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ওই গোডাউনটির পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। সোমবার ভোরে ওই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দমকলের ৪টি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে এখানে প্লাস্টিক রিসাইক্লিং করা হতো। রাতে […]






