এই মুহূর্তে জেলা

দুষ্কৃতী দৌরাত্ম্য হাওড়ার চ্যাটার্জি হাটে। প্রতিবাদ করে আক্রান্ত ব্যবসায়ী ও তাঁর বাবা।

হাওড়া , ১৮ সেপ্টেম্বর:- ধারে মাল দিতে রাজি না হওয়ায় এক স্টেশনারি দোকান ব্যবসায়ীকে মারধর করে মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতিরা। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ব্যবসায়ী বাবাও। তাঁরও নাক ও মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতিরা। বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোর দিন ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁত্রাগাছি মোড়ে। রাতেই চ্যাটার্জিহাট থানায় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এদিকে, এই জোরজুলুম ও তোলাবাজির ঘটনা বেড়ে চলায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার ব্যবসায়ীরা। ঘটনায় প্রকাশ, বিকেলে সাঁত্রাগাছি মোড় এলাকার ওই স্টেশনারি দোকানে জিনিস কিনতে আসে স্থানীয় দুই যুবক। এরা মদ্যপ অবস্থায় ছিল বলেও অভিযোগ। তারা দোকান ব্যবসায়ী সঞ্জীব কুমার সাউকে ধারে মাল দিতে বলে।

সঞ্জীববাবু এদের ধারে মাল দিতে রাজি না হওয়ায় শুরু হয় শাসানি। অভিযোগ, ওই দুষ্কৃতিদের হাতে লোহার রড ছিল। এরা প্রথমে দোকানের জিনিসপত্র নিচে ফেলে দেয়। এরপর সঞ্জীববাবুর উপরে হামলা চালায়। ধস্তাধস্তির সময় লোহার রডটি ছিনিয়ে নিতে পারলেও দুষ্কৃতিদের হাতে থাকা লোহার ধারাল বালায় সঞ্জীবের মাথা ফেটে যায়। খবর পেয়ে ছেলেকে বাঁচাতে দোকানে ছুটে আসেন দোকান মালিক বাবা রামনারায়ণ সাউ। তাঁর উপরেও আক্রমণ হয়। তাঁর মাথা ও নাক ফেটে যায়। দুষ্কৃতিরা তাদের শাসায় দোকান ছেড়ে দিয়ে বিহারে নিজেদের দেশে চলে যাও। এখানে প্রোমোটিং হবে। রামনারায়ণবাবু বলেন, প্রায়শই এমন তোলাবাজি জোরজুলুম চলে এখানে। এই ঘটনা প্রথম নয়। আমরা আতঙ্কিত।