স্পোর্টস ডেস্ক , ১৭ সেপ্টেম্বর:- গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত পারফরম্যান্স। শতরান করলেন অস্ট্রেলিয় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিও। যাঁকে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে। সবমিলিয়ে ইংল্যান্ডকে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হারিয়ে টি-টোয়েন্টি পরাজয়ের মধুর বদলা নিল অ্যারন ফিঞ্চের দল। ২-১ ফলে অস্ট্রেলিয়াকে নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল ইংল্যান্ড। সেই অপমানের বদলা নিয়েই ফেলল অজিরা। বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ ফলে ওয়ান ডে সিরিজ হারাল অ্যারন ফিঞ্চের দল। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ান ডে-তে ইংল্যান্ডের দেওয়া ৩০৩ রানের লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
তৃতীয় ওয়ান ডে-তে টসে জিতে আগে ব্যাট করে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০২ রান তোলে ব্রিটিশরা। ১২৬ বলে ১১২ রান করেন জনি বেয়ারস্টো। যিনি আইপিএল ২০২০-তে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান ভরসা হতে চলেছেন।জবাবে ২ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। জয়ী শিবিরের হয়ে ৯০ বলে ১০৮ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ১১৪ বলে ১০৬ রান করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ক্রিস ওকস, জো রুট।







