এই মুহূর্তে জেলা

দৈনিক জল সংযোগের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০ হাজার করার নির্দেশ ।

নবান্ন , ১৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার চলতি অর্থবর্ষের মার্চ মাসের মধ্যে রাজ্যের ৫৫ লক্ষ পরিবারের কাছে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। সম্প্রতি মুখ্যসচিব রাজীব সিনহা এই বিষয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই লকডাউনের মধ্যে গত ২ মাসে ১ লক্ষ ৪৫ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী পাঁচ বছরের মধ্যে ২ কোটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্যের প্রতিটি ঘরে জলের সংযোগ পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী চলতি বছরের ৬ জুলাই ‘‌জল স্বপ্ন’‌ প্রকল্পের সূচনা করেন। প্রকল্পের বাজেট মোট ৫৮ হাজার কোটি টাকা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বর্তমান দৈনিক জল সংযোগের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০ হাজার করার নির্দেশ দেওয়া হয়েছে।