এই মুহূর্তে জেলা

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত বাঁকুড়ার মেজিয়ার জেমুয়া গ্রাম ।শান্তি ফেরানোর দাবি গ্রামবাসীদের।

বাঁকুড়া , ১১ সেপ্টেম্বর:- বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের পদে ব্যাপক  রদবদল ঘোষনা হতে না হতেই গতকাল গভীর রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার মেজিয়া। মেজিয়ায় জেমুয়া গ্রামে মলয় মুখার্জী অনুগামীর সাথে রবিলোচন গোপ ও বিধায়ক স্বপন বাউরির গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তৈরি হয়।শুরু হয় দু’পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি। সেই ইটের আঘাতে কারো ফাটল মাথা তো কারো বা আবার পায়ে চোট। এই গোষ্ঠী কোন্দলের সংঘর্ষের ঘটনায় দু পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়।তাদের গতকাল গভীর রাতেই মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য আনা হয়। তবে তাদের আঘাত গুরুতর না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। রাতেই মেজিয়া থানার বিশাল পুলিশবাহিনী গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল রাত থেকেই গ্রামে বসেছে পুলিশি টহল। গ্রামে কোন মানুষের জমায়েত দেখলেই তাদের হটিয়ে দিচ্ছে পুলিশ।তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গ্রামবাসীরা চান গ্রামে শান্তি ফিরে আসুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোড়ে সংবাদমাধ্যমের সামনে গ্রামবাসীদের কাতর আর্জি গ্রামের শান্তি ফেরানোর ক্ষেত্রে ব্যবস্থা নিক তৃণমূল নেত্রী। জেমুয়া গ্রামে রয়েছে বেশ কয়েকটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা। যে সকল কারখানা কোন গোষ্ঠীর দখলে থাকবে সেই নিয়ে কাজিয়া চলছে  দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে এমনি দাবি গ্রামবাসীদের। মেজিয়া  ব্লকের মধ্যে এই গ্রাম বারবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। কখনো বোমাবাজি তো কখনো বা আবার সেই গোষ্ঠী কোন্দল বারবার এই গ্রামের মানুষকে করেছে  ভীতসন্ত্রস্ত।কবে এই সমস্যা থেকে নিস্তার পাবেন গ্রামবাসীরা সেদিকে তাকিয়েই এখন এলাকাবাসী।