এই মুহূর্তে জেলা

হাওড়ার মঙ্গলাহাট নিয়ে মুখ্যমন্ত্রী ও জেলাশাসককে স্মারকলিপি দিলেন সুভাষ দত্ত।

হাওড়া , ৮ সেপ্টেম্বর:- মঙ্গলাহাট খোলার দাবিতে এবং হাটের হকারদের মাসিক ৫০০০ টাকা ভাতার দাবি সহ একাধিক দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী সহ জেলাশাসককে ডেপুটেশন দিল হাওড়া হাট ব্যবসায়ী সমিতি। এদিন বেলা ২.৩০ নাগাদ জেলাশাসকের দফতরে ডেপুটেশন দেন ব্যবসায়ী সমিতির একটি দল। এই প্রসঙ্গে হাওড়া হাট ব্যবসায়ী সমিতির সভাপতি তথা বিশিষ্ট পরিবেশকর্মী সুভাষ দত্ত জানান, হাওড়ার মঙ্গলা হাট সমগ্র পূর্ব ভারতের বৃহত্তম বস্ত্র হাট হিসেবে পরিচিত। প্রায় ৫০ হাজার ব্যবসায়ী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই হাটের ব্যবসার সঙ্গে যুক্ত। এই হাটের উপর লক্ষাধিক মানুষের রুটিরুজি নির্ভর করছে। এই পরিস্থিতিতে তাঁদের দাবি অবিলম্বে যথাযথ কোভিড নিয়ম মেনে সরকারি নিয়ম মেনে মঙ্গলাহাট চালু করার ব্যবস্থা গ্রহণ করা হোক। এর পাশাপাশি যতদিন না মঙ্গলাহাট চালু করা যাচ্ছে ততদিন পর্যন্ত মাসিক ৫ হাজার টাকা প্রত্যেক ব্যবসায়ীদের অনুদান দেওয়া হোক।এছাড়াও তাঁরা দাবি করেছেন, হাট অন্যত্র সরানো যাবে না, মিমানী মঙ্গলা হাট অধিগ্রহণ করে ওখানে বহুতল হাট- কমপ্লেক্স তৈরি করা হোক।