স্পোর্টস ডেস্ক , ৬ সেপ্টেম্বর:- অবশেষে জল্পনার অবসান. চলতি বছরে আইপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা করল বিসিসিআই. আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল. চেন্নাইয়ের দুজন ক্রিকেটার ও বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায়, প্রশ্ন উঠছিল প্রথম ম্যাচ কী খেলতে পারবে চেন্নাই ? তবে চেন্নাই সমর্থকদের স্বস্তি দিয়ে আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানালেন প্রথম ম্যাচে রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামবে ধোনির চেন্নাই। অন্যদিকে বুধবার ২৩ সেপ্টেম্বর সন্ধে সাড়ে সাতটায় আইপিএলে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। তাঁদেরও প্রথম প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে-
একনজরে কেকেআরের ম্যাচ-
২৩ সেপ্টেম্বর কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স
২৬ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে
৩০ সেপ্টেম্বর প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস
৩ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে
১০ অক্টোবর প্রতিপক্ষ কিংস ইলেভেন পঞ্জাব
১২ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে
১৬ অক্টোবর প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স
১৮ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে
২১ অক্টোবর প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
২৪ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে
২৬ অক্টোবর কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে
২৯ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে
১ নভেম্বর প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস
১৯ সেপ্টেম্বর আইপিএলের গ্রুপ পর্ব শুরু হয়ে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ১০ নভেম্বর ফাইনাল। শুধু রাউন্ড-রবিন পর্যায়ের সূচিই ঘোষণা করা হয়েছে। নকআউট পর্যায়ের ম্যাচের সূচি পরে জানানো হবে। দুবাই, আবু ধাবি ও শারজায় হবে যথাক্রমে ২৪টি, ২০টি ও ১২টি ম্যাচ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে ও সন্ধে সাড়ে সাতটায়।