এই মুহূর্তে কলকাতা

গ্রামীণ রাস্তা তৈরি প্রকল্প বকেয়া ১১০০ কোটি টাকা মেটানোর অনুরোধ কেন্দ্রকে রাজ্যের।


কলকাতা , ৫ সেপ্টেম্বর:- গ্রামীণ রাস্তা তৈরি প্রকল্প বকেয়া ১১০০ কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ অবিলম্বে মিটিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে অনুরোধ জানিয়েছে। বকেয়া ১১০০ কোটি টাকার মধ্যে বিগত ২০১৯-২০ অর্থবছরের ৬০০ কোটি টাকা এবং চলতি বছরের ৫০০ কোটি টাকা বকেয়া রয়েছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বর্তমান আর্থিক বছরে প্রথম পাঁচ মাসে লকডাউন এর মধ্যেও দীর্ঘ গ্রামীণ রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

২০২১ সালের মার্চ মাসের মধ্যে পঞ্চায়েত দপ্তর ২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরীর লক্ষ্যমাত্রা নিয়েছে যার মধ্যে সাড়ে ৩০০ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের বকেয়া বরাদ্দ না পাওয়ায় রাস্তা তৈরির কাজ ব্যাহত হচ্ছে বলে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অভিযোগ করেন । তিনি বলেন কেন্দ্রীয় সরকার ঠিকমতো টাকা না দেওয়ায় শুধুমাত্র প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে তাই নয় নিচু তলার কর্মীদের মনোবল ব্যাহত হচ্ছে । উল্লেখ্য গ্রামীণ রাস্তা তৈরি প্রকল্পের মোট খরচের ৬০ শতাংশ কেন্দ্রীয় সরকার এবং বাকি ৪০ শতাংশ রাজ্য সরকার বহন করে।