এই মুহূর্তে জেলা

মাথাভাঙায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ অব্যাহত , পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ ।

কোচবিহার, ৪ সেপ্টেম্বর:- উত্তেজনা বেড়েই চলেছে মাথাভাঙায়। বিক্ষোভ কর্মসূচী শেষ হতেই ফের তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে মাথাভাঙা শহরের শনি মন্দির লাগোয়া এলাকায়। দুই পক্ষ থেকে ব্যাপক বোমাবাজি করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। এদিকে ওই ঘটনার জেরে মাথাভাঙা শহরের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। শহরের প্রায় সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়।

সাধারণ মানুষ যারা রাস্তায় বেরিয়ে ছিলেন তাঁরা দ্রুত শহর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচী নিয়ে শুরু থেকেই উত্তেজনা মাথাভাঙায়। প্রথম মিছিল করে আসার সময় মাথাভাঙা শহর লাগোয়া হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের ছালনার পাড় এলাকায় তৃণমূল কর্মীদের মারধোর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ওই ঘটনায় তৃণমূলের এক ছাত্র নেতা সহ ৪ জন আহত হয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি হন। এরপরেই তৃণমূল কর্মীরা মাথাভাঙা শহরের শনি মন্দির লাগোয়া এলাকায় জমায়েত হতে শুরু করে। মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ কর্মসূচী শেষ হতেই সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।