এই মুহূর্তে জেলা

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে গেলো মৎস্যজীবী।

বসিরহাট, ৪ সেপ্টেম্বর: বসিরহাট মহকুমার হেমনগর কোস্টাল থানা কুমিরমারি গ্রামের ঘটনা । আজ শুক্রবার ভোরবেলা বছর পঁয়ত্রিশের মনিরুল গাজী, বাড়ি হিঙ্গলগঞ্জ পার ঘুমটি গ্রামে। পেশায় গোটা পরিবার মৎস্যজীবী। আজ ভোররাতে কাঁকড়া ধরতে রায়মঙ্গল নদী দিয়ে কুমিরমারি জঙ্গলে ঢোকে, জঙ্গলের কাঁকড়া ধরতে। সেখানেই একটি বাঘ‌ ওত পেতে বসেছিল শিকার ধরার জন্য। সেই সময় মৎস্যজীবী মনিরুলকে ঘাড়ে থাবা মেরে জঙ্গলে টেনে নিয়ে যায়। তার পর ওই রয়েল বেঙ্গল টাইগার এর সঙ্গে মনিরুলের ধস্তাধস্তি হলে শেষ রক্ষা হয় না। মৃত্যু হয় ওই মৎস্যজীবীর।

এই ঘটনার জেরে বাকিরা আতঙ্কিত হয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গ্রামে ফিরে এসে খবর দেয় হেমনগর কোস্টাল থানার। কোস্টাল থানার পুলিশ আধিকারিক মলয় মন্ডল এর নেতৃত্বে , সঙ্গে বনদপ্তর এর লোকজন গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অবৈধভাবে জঙ্গলে ঢুকেছিল ? না জঙ্গলে কাঁকড়া ধরার কোন সরকারি নথিপত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বনদপ্তর ও হেমনগর কোস্টাল থানার পুলিশ। ওই মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে ।