এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় ঢুকতে বাধ্যতামূলক কোভিড পরীক্ষা, অধিবেশন কক্ষে প্রবেশ নিষেধ সাংবাদিকদের।


কলকাতা , ৩ সেপ্টেম্বর:- করোনা মহামারীর আবহে রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন বসছে। উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে বিধানসভার সদস্য সহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার ব্যবস্থা করতে এবার একগুচ্ছ সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কিছু বিধি নিষেধও আরোপ করা হচ্ছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান , অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব বিধি মেনে সদস্যদের বসার ব্যবস্থা করতে এবার তাদের নির্ধারিত আসন ছাড়াও সাংবাদিক দের নির্ধারিত গ্যালারি এবং ভিজিটর গ্যালারিতেও সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে। বিধায়কদের জন্য নাম ও বিধানসভার ক্রমিক সংখ্যা দিয়ে আসন নির্ধারিত করা থাকবে।

এ কারণে দুদিনের অধিবেশনে এবার অধিবেশন কক্ষে দর্শনার্থী ও সাংবাদিকদের প্রবেশাধিকার থাকবে না। বিধানসভা চত্বরে আসা সকলের কোভিড পরীক্ষা করা বাধ্যতামূলক। একারণে অধিবেশন শুরু হওয়ার দুদিন আগে থেকে চিকিৎসক দল মোতায়েন করে নমুনা পরীক্ষা করা হবে। কারো কোভিড সংক্রমন পাওয়া গেলে তাকে বিধানসভার চত্বরে ঢুকতে দেওয়া হবে না। অধ্যক্ষ বলেন, বর্তমান সংকট কালে অন্যান্য রাজয়গুলিও নানা বিধিনিষেধ মেনে অধিবেশন আহ্বানে বাধ্য হয়েছে। এখানেও বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।