এই মুহূর্তে জেলা

আদালতে স্যানিটাইজ টানেল বসানোর দাবী তুললেন মানবাধিকার কমিশনের কর্মীরা।

সুদীপ দাস , ১২ আগস্ট:- এবারে আদালতে স্যানিটাইজ টানেল বসানোর দাবী তুললেন মানবাধিকার কমিশনের কর্মীরা। বুধবার এই মর্মে হুগলির জেলা শাসক ও জেলা জজকে স্মারকলিপি প্রদান করলো তারা। পাশাপাশি কোর্ট চত্ত্বরে তাঁদের এই দাবী সম্বলিত পোষ্টারও মারা হয়। এবিষয়ে হুগলি জেলা মানবাধিকার কমিশনের লিগাল সেলের সভাপতি তথা চুঁচুড়া আদালতের আইনজীবি মলয় মজুমদারের নেতৃত্বে মানবাধিকার কর্মীরা বেশকিছুক্ষন আদালতের সামনে পোষ্টার হাতে অবস্থান করে। আদালতে প্রবেশ করা মানুষদের এদিন মানবাধিকার কর্মীদের পক্ষ থেকেই স্যানিটাইজ করা হয়।

এরপর সেখান থেকেই এক প্রতিনিধি দল জেলাশাসক ও জেলা জজের কাছে গিয়ে স্মারকলিপি তুলে দেন। এদিন আইনজীবি মলয় মজুমদার বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন থানা, সরকারি অফিসের পাশাপাশি ছোটখাটো দোকানেও মানবদেহ জীবানুমুক্তের ব্যাবস্থা রাখা হয়েছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো জেলা আদালতে এত মানুষের আনাগোনা থাকলেও জীবানুমুক্ত করার কোন ব্যাবস্থা নেই। সে কারনেই আমরা জেলাশাসক ও জেলা জজকে স্মারকলিপি দিলাম। আশা করছি অতি সত্ত্বর জেলা আদালতে স্যানিটাইজ টানেল বসানো হবে।