হুগলি , ৩১ জুলাই:-সোশ্যাল মিডিয়ায় একটি খবরের জেরে বিভ্রান্ত ছড়িয়েছে শ্রীরামপুরের । এবং সাধারণ নাগরিকদের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে । এ ব্যাপারে বলতে গিয়ে শ্রীরামপুর পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার কাউন্সিলর গৌরমোহন দে ও পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সন্তোষ সিং জানান সোশ্যাল মিডিয়ায় একটি খবর বেরিয়েছে তাতে বলা হয়েছে যে আগামী ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত শ্রীরামপুর পুর এলাকায় লক ডাউন থাকবে , কিন্তু এটা সম্পূর্ণ ভুল খবর । কেউ বা কারা এই মিথ্যা খবরটা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় । এরকম কোন সিদ্ধান্ত শ্রীরামপুর পৌরসভা নেয়নি। রাজ্য সরকার যে সাপ্তাহিক লক ডাউন ঘোষণা করেছেন সেই মোতাবেক লকডাউন হবে আমাদের এই পুরএলাকায়।
এই খবরের জেরে বহু মানুষের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষের ফোন আসছে । কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি খবরটা ঠিক নয় এর সঙ্গে সঙ্গে গৌরবাবু জানান যে শ্রীরামপুর বাসীদের কাছে একান্ত অনুরোধ রাজ্য সরকার এই করোনার মহামারীতে মানুষের কাছে আবেদন করেছেন যে এই মরণব্যাধি থ থেকে রক্ষা পেতে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে প্রতিনিয়ত হাত সানিটাইজ করতে হবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া তাঁরা যেন রাস্তায় না বের হন । করোনা মোকাবিলায় আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে । শ্রীরামপুর পুরসভাও এখানকার প্রত্যেকটি সচেতন নাগরিকে কে অনুরোধ করছে রাজ্য সরকারের এই বিধি নিষেধ গুলো মেনে চলতে।