এই মুহূর্তে জেলা

ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার চারটি গ্রাম পঞ্চায়েতে পাঁচ দিনের পূর্ণ লকডাউন।

শিলিগুড়ি , ২৬ জুলাই:- বাড়ছে করোনা সংক্রমণ তাই এদিন থেকে আগামী ৩০ জুলাই অথাৎ পাঁচদিনের পূর্ণ লকডাউনের ঘোষণা করল প্রশাসন। এই বিষয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী মন্ত্রী গৌতম দেব বলেন যে শিলিগুড়িতে লকডাউন চলছে। এবং আগামী ২৯ তারিখে রাজ্য জুড়ে লকডাউন আছে। ডাবগ্রাম ফুলবাড়ির চারটি গ্রাম পঞ্চায়েতে সংক্রমন প্রবণতা বাড়ছে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসককে সঙ্গে কথা হয়েছে। এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে সন্ধ্যা ছয়টা থেকে আগামী ৩০ তারিখ রাত ১০ পর্যন্ত পূর্ণ লকডাউন থাকবে। ডাবগ্রাম ১,ডাবগ্রাম ২,ফুলবাড়ি ১,ফুলবাড়ি ২। অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ১৪টি ওয়ার্ড আগে থেকেই লকডাউন আছে ৩০ তারিখ অবদি। আর সকল মানুষের কাছে আবেদন যেহেতু এটা আমার বিধানসভা কেন্দ্র যে আপনেরা সকলে ঘরে থাকুন সুরক্ষিত থাকুন। এবং আমরা সকলে মিলে সংক্রমণকে প্রতিরোধ করি।