এই মুহূর্তে খেলাধুলা

রিয়ালের উৎসবের রাতেই বিদায় বার্সা।

স্পোর্টস ডেস্ক , ১৭ জুলাই:- বাকি ছিল মাত্র দুই লেগ। পিছিয়ে ছিল ৪ পয়েন্টে। তাই লা-লিগার খেতাব জিততে হলে, বৃহস্পতিবার বার্সেলোনাকে অবশ্যই জিততে হত ওসাসুনার বিপক্ষে। একই সঙ্গে হারতে হত রিয়াল মাদ্রিদকে। কিন্তু ঘটল তার উল্টোটাই। রিয়াল মাদ্রিদ ঠিকই জয় তুলে নিয়েছে। আর হেরেছে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সা। ম্যাচের প্রথমার্ধেই ওসাসুনার বিপক্ষে পিছিয়ে পড়ে ১-০ গোলে। এই গোলটি করেছেন জোসে আর্নাইজ। যিনি ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার্সায় ছিলেন। এরপর চলে আসেন লেগানসে। সেখান থেকে ২০২০ সালে চলে আসেন ওসাসুনায়। সেই তারকার গোলেই এখন এগিয়ে দলটি।

প্রথমার্ধে গোল পেতে পারত বার্সেলোনাও। কিন্তু মেসির ফ্রিকিক সরাসরি গিয়ে ক্রসবারে লাগলে সুযোগ হাতছাড়া হয় বার্সার। বিরতি পর্যন্ত ১-০ গোলেই পিছিয়ে থাকে বার্সা। তবে বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে লিওনেল মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরমধ্যেই ম্যাচের ৭৫ মিনিটে লাল কার্ড দেখে ওসাসুনার এনরিক। ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা। কিন্তু সেই দশ জনের দল হয়েও বার্সাকে ঠিকই হারিয়ে দেয় ওসাসুনা। ম্যাচের অতিরিক্ত সময়ে রবার্তো তোরেসের গোলে বার্সাকে হারিয়েই মাঠ ছাড়ে ওসাসুনা।