এই মুহূর্তে জেলা

বেতন ও বিভিন্ন সংক্রন্ত , এবং অন লাইন এ ক্লাস নিয়ে বিক্ষোভ রানাঘাটে।

নদীয়া , ১৩ জুলাই:- আজ নদিয়ার রানাঘাটে কনভেন্ট অফ জেসাস মেরি স্কুলে অভিবাভকরা বিক্ষোভ দেখায় । তাদের দাবী লক ডাউনের এই সংকটময় পরিস্থিতিতে বেতন ও বিভিন্ন সংক্রন্ত ,এবং অন লাইন এ ক্লাস নিয়ে বিক্ষোভ। এছাড়া কোরোনা ভাইরাসের সংক্রমণে ক্লাস বন্ধ রাখা হয়েছে কতৃপক্ষের নির্দেশ অনুসারে। যেখানে অন্যান্য জায়গায় বেতন কমানো হচ্ছে সেখানে এই স্কুলে বেতন কমানো তো হচ্ছেই না উপরন্ত টাকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। অভিভাবক ও অভিভাবিকাদের মোবাইলে বার বার ম্যাসেজ দিয়ে টাকা জমা দেবার জন্য জানানো হচ্ছিল।বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ,তাই বাধ্য হয়ে ওই ইংলিশ মিডিয়ামের অভিভাবক এবং অভিভাবকেরা টাকা জমা পারবেন না। এবিষয়ে জেলা শাসক ,মহকুমা শাসক কে বিষয়টি জানানো হয়েছে । এই মুহুর্তে টাকা জমা দিতে না পারায় সমস্যা সৃষ্টি হয়েছে।

আজ সকাল থেকে ওই স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।খবর পেতে ছুটে আসে রানাঘাট থানার পুলিশ।অভিভাবক এবং অভিভাবিকাদের দুই জন এবিষয়ে স্কুল কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ এবং আলোচনার করে বিষয়টি দেখা হোক।তবে স্কুল কতৃপক্ষ তাদের দাবী মানতে নারাজ।উল্টে জানাগেছে যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তারা ওই স্কুলের অন্যন্য ফি না দেবার কথার পাশাপশি অন্য যাদের অর্থনৈতিক অবস্থা ভাল তারা স্কুলকে স্কুলের প্রাপ্য টাকা জমা দিক।কিন্তু অভিভাবক এবং অভিভাবিকাদের সকলের দাবী সকলের জন্য একই নিয়ম করতে হবে।তার কারন লক ডাউনের এই পরিস্থিতিতে সকলের পকেটে টান ধরেছে তাই যেটুকু দেবার সেটুকু অর্থাৎ স্কুল ফিস টা তারা শুধুমাত্র দিতে রাজি।তবে স্কুল কতৃপক্ষের তরফে এবিষয়ে কোন প্রতিক্রিয়া মেলে নি।