এই মুহূর্তে খেলাধুলা

মেলবোর্নে ফের লকডাউন, বাতিল হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ।

স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ফের ৬ সপ্তাহের জন্য লকডাউন জারি হয়েছে। বুধবার মধ্যরাত থেকেই নতুন বিধি নিষেধ কার্যকর হতে চলেছে। অস্ট্রেলিয়া আগেই জানিয়ে রেখেছিল ঝুঁকি নিয়ে এবছর তারা টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে নারাজ। এবার নতুন করে লকডাউন শুরু হওয়ায় অস্ট্রেলিয়ার মাটিতে এবছর টি-২০ বিশ্বকাপ আয়োজন আর কোনওভাবেই সম্ভব নয় , বলার অপেক্ষা রাখে না। অজি মিডিয়া সূত্রে খবর ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁদের দেশের ক্রিকেটারদের বিশ্বকাপ স্থগিত ধরে নিয়েই পরবর্তী ক্রিকেটসূচির কথা ভেবে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে রেখেছে। মেলবোর্নেই বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ হওয়ার কথা ছিল। সেই শহরেই নতুন করে লকডাউন। করোনা সংকটের কারণে ভবিষ্যতে এই মেলবোর্নে কোনওরকম খেলাধুলোর আয়োজন নেহাতই বোকামি হবে। সূত্রের খবর চলতি সপ্তাহেই টি-২০ বিশ্বকাপ বাতিলের কথা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সরকারিভাবে ঘোষণা করতে পারে।