স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- পেপ গুয়ার্দিওলার দলের কাছে বিশ্রী হারের ধাক্কা সামলে নিলেন মহম্মদ সালাহরা। তিন দশকের ব্যবধানে ইপিএল জয়ের পরে রবিবারই নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রথম খেলল লিভারপুল। আগের ম্যাচে অপ্রত্যাশিত ভাবে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ০-৪ হারায় সকলে ভেবেছিলেন, এ দিন শুরু থেকে অ্যাস্টন ভিলাকে চাপে রাখবেন য়ুর্গেন ক্লপের ফুটবলারেরা। কিন্তু প্রথমার্ধে মহম্মদ সালাহদের খেলায় আগুনে মেজাজটা ছিল না। দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে যায়। গোলের জন্য ঝাঁপায় ‘দ্য রেডস’। উৎকণ্ঠা কাটিয়ে লিভারপুলকে ৭১ মিনিটে ১-০ এগিয়ে দেন সাদিয়ো মানে। ২-০ হয় ৮৯ মিনিটে। গোল করেন পরিবর্ত হিসেবে নামা উনিশ বছরের কার্টিস জোন্স। এ দিকে, শনিবার ওয়াটফোর্ডকে ৩-০ হারিয়ে চেলসি-র ম্যানেজার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পরিষ্কার বলে দিলেন, তাঁর পাখির চোখ পরের বছরের চ্যাম্পিয়ন্স লিগ।। আপাতত তিনে আছে লেস্টার সিটি। পয়েন্ট ৩৩ ম্যাচে ৫৮। সমসংখ্যক ম্যাচ খেলা চতুর্থ চেলসির পয়েন্ট ৫৭। পিছিয়ে নেই পাঁচে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (৩৩ ম্যাচে ৫৫)। অন্য ম্যাচে বড় অঘটন। সাউদাম্পটনের কাছে ০-১ হেরে গেল ম্যাঞ্চেস্টার সিটি।
Related Articles
সাস্থ্যসাথীতে ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য।
কলকাতা , ৯ জানুয়ারি:- সাস্থ্যসাথী তে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের পাশাপাশি ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য। সরকারের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে যাতে কোনো অসুস্থ মানুষকে সমস্যায় পড়তে না হয় তাও দেখতে বলা হয়েছে। তাই প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার জন্য আলাদা হেল্প ডেস্ক করার […]
কলকাতা পুলিশের পদক প্রাপকদের নাম ঘোষণা করল রাজ্য সরকার।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ২০১৮ ও ২০১৯ সালে কলকাতা পুলিসের পদক প্রাপকদের নাম ঘোষণা করেছে। প্রতিবছর রাজ্য সরকার কর্ম ক্ষেত্রে নিষ্ঠা ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ দক্ষ পুলিশ কর্মীদের সম্মানিত করে যদিও করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির কারণে এতদিন কলকাতা পুলিশের পদক প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ২০১৯ সালের ‘নিষ্ঠা’ পদক প্রাপকদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিসের এসটিএফের […]
হাওড়ার কল্পতরু ক্লাবের থিম জুড়েই এবার করোনা সতর্কতা।
হাওড়া , ২৪ অক্টোবর:- সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের পুজোর থিম জুড়েই এবার করোনা সতর্কতা। মন্ডপে আসা দর্শনার্থীদের করোনা বিধি মেনে চলতে আবেদন জানানো হয়েছে থিমের মাধ্যমে। থিমের হাত ধরে ফুটিয়ে তোলা হয়েছে করোনা সচেতনতার বার্তা। মন্ডপ ভাবনা যাঁর সেই থিম শিল্পী সৌভিক কালীর কথায়, গোটা বিশ্ব এই মুহূর্তে আক্রান্ত হয়েছে মারণ ভাইরাস কোভিড-১৯শে।বিশ্বজুড়ে চলছে আতঙ্ক। […]