এই মুহূর্তে জেলা

শোকজ করতে গিয়ে তৃণমূল দলটাই উঠে যাবে , দাবী সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।


হুগলি , ৫ জুলাই:- তৃণমূলের শোকজের কোন অর্থ নেই নন্দীগ্রামে যদি এত শোকজ করতে হয় তাহলে সুন্দরবনে আরো কত শোকজ করতে হবে। এরপর তৃণমূল দলটাই উঠে যাবে বলে মনে করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি , আমফানে দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সহ কয়েক দফা দাবিতে কংগ্রেস ও সিপিএম এর যৌথ নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক মিছিল। কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও সিপি এম সুজন চক্রবর্তীর নেতৃতে হুগলি শ্রীরামপুরের নওগাঁ মোড় থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় বৈদ্যবাটিতে । মিছিলে ছিলেন ফরযার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়। আব্দুল মান্নান জানান একদিকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি অন্যদিকে তৃণমূল নেতারা আমফানের টাকা নিয়ে যে ভাবে ক্ষতিগ্রস্ত করেছে তারই প্রতিবাদে তাদের এই আন্দোলন চলবে। মিছিলে দুই দলের কয়েকশো কর্মী পা মেলান।