এই মুহূর্তে খেলাধুলা

পিছিয়ে গেল চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপ।

স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- করোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতি বিচার করে সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন(SAFF) । চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল । কিন্তু তা পিছিয়ে ২০২১-এ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন । SAFF-এর তরফে ফেসবুক পোস্টে বলা হয়, “জ়ুম অ্যাপের মাধ্যমে সাধারণ সম্পাদকদের একটি বৈঠক হয় ‌। SAFF চ্যাম্পিয়নশিপ, SAFF অনূর্ধ্ব-15, SAFF অনূর্ধ্ব-15 মহিলা চ্যাম্পিয়নশিপ এবং SAFF অনূর্ধ্ব-18 মহিলা চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়া হল । গতকালের বৈঠকে নেতৃত্ব দেন SAFF-এর সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ।

বাকি সাধারণ সম্পাদকরা COVID-19 এর পরিস্থিতি ও বিভিন্ন প্রতিযোগিতার বিষয়ে নিজেদের মূল্যবান মতামত জানান । এরপর SAFF চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । চলতি বছরের সেপ্টেম্বরে ফেডারেশনের পরবর্তী বৈঠক রয়েছে ।” ওই বৈঠক SAFF চ্যাম্পিয়নশিপ বাদে বাকি প্রতিযোগিতার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে বিবৃতিতে জানানো হয় । ভারত 2015 সালে SAFF চ্যাম্পিয়নশিপ জিতেছিল । 2017-তে বাংলাদেশে SAFF কাপের ফাইনালে মালদ্বীপের কাছে ভারত হেরে যায় । পুরুষদের অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-15 দল গতবছর SAFF জয়ী হয় । পাশাপাশি মহিলা ফুটবল দল এবং অনূর্ধ্ব 15 মহিলা দল দেশের হয়ে SAFF চ্যাম্পিয়নশিপে জয় লাভ করে ।