অঞ্জন চট্টোপাধ্যায় , ১ জুলাই:- একটা যুগের অবসান। বলা ভালো পুরানো ধেন ধারণা সেনেটিজ করে আধুনিকতার মিশেলে তরুণ রক্ত আমদানি করলো মহামেডান ক্লাব। এদিন বৈঠক এ ক্লাব সচিব নির্বাচিত করা হলো শেখ ওয়াসিম আক্রাম কে। দৌড়ে থাকলেও এম এল এ হওয়ার জন্য বড়ো দায়িত্ব নিলেন না দীপেন্দু বিশ্বাস। বরঞ্চ ফুটবল সচিব হলেন। আর কথা দিলেন যে মহামেডান এর পুরোনো ফুটবল মাদকতা ফিরিয়ে দেবেন। দীপেন্দু বলেন, ক্লাব আমাকে টিডি হিসেবে দায়িত্ব দিয়েছিলো সাধ্য মতো কাজ করতে চেয়েছিলাম এবার ও ফুটবল দলটাকে উন্নত করে আই লেগে খেলানোর ব্যবস্থা করতে হবে। দল ঠিকই আছে তবে নতুন কিছু ভালো প্লেয়ার কে দলের সঙ্গে যোগ করতে হবে।
আমি টিডি দায়িত্ব থেকে সরতে চাই না। ক্লাব যদি অনুমোদন দেয় আমি টিডির দায়িত্ব সামলাবো। এদিকে সাদা কালো ফুটবল ইতিহাস এ সর্বকনিষ্ট সচিব ওয়াসিম আক্রাম জানান, দীর্ঘদিন কামারদার কাজ সামনে থেকে দেখেছি। সিনিয়র দের দেখানো পথে চালানোর চেষ্টা করবো। আমি ক্লাব এর অফিসিয়াল হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা কাজে দেবে এই আশা রাখি। অনেক জিনিস আমার তখন মনে হয়েছিল প্রয়োগ করা উচিত সে গুলো করতে পারিনি এবার সেগুলো ব্যবহার করবো। মোহনবাগান ও ইস্টবেঙ্গল এর মতো কর্পোরেট হতে হবে আমাদের। মহামেডান এর মাঠ সমস্যা দীর্ঘদিন এর সেনা এর সঙ্গে কথা বলে লক ডাউন এর পর মাঠ উন্নতি করার পথে ও হাত দেবে নতুন কমিটি।