হুগলি , ৩০ জুন:- ২০১৩-১৪ সালে যখন মনমহনসিং প্রধানমন্ত্রী ছিলেন তখন স্মৃতি ইরানি পেট্রোপণ্যের দাম বাড়ার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি বলেছিলেন মনমোহন সিংয়ের হাতে চুড়ি পরিয়ে দিয়ে আসবেন এখন স্মৃতি ইরানী চুড়ি গুলো গেল কোথায় ভেঙে গেছে নাকি কি পুড়িয়ে ফেলেছেন । দরকার হলে সারা ভারত বর্ষ থেকে কংগ্রেস কর্মীরা স্মৃতি ইরানির কাছে কাচের চুড়ি পাঠিয়ে দেবেন সেগুলি নরেন্দ্র মোদিকে পরান । আজ শ্রীরামপুর কোর্ট এর কাছে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে কংগ্রেস নেতা আব্দুল মান্নান এইভাবে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তার বক্তব্য ২০১৩ সালে যখন তেলের দাম ছিল ১০৮ ডলারের নিচে সেই সময় কেন্দ্রের কংগ্রেস সরকার ডিজেলের দাম ৬৫ টাকা এবং পেট্রোলের দাম ৫৫ টাকায় বেঁধে রেখেছিলেন।
সেই সময় গ্যাস সিলিন্ডার পাওয়া যেত ৪০০ টাকার নিচে । কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হুহু করে নেমে গেছে ভারত বাংলাদেশ ভুটান সহ প্রতিবেশী দেশের পেট্রোপণ্যের দাম যখন নিচের দিকে তখন কেন আমাদের দেশের পেট্রো পণ্যের দাম বাড়ছে এ জবাব নরেন্দ্র মোদী সরকারকে দিতে হবে। আমরা এই ভাবেই সর্বত্ত লড়াই চালিয়ে যাবো বামে কংগ্রেস কর্মীরা যৌথভাবে। যারাই এই লড়াই করবে বিজেপির বিরুদ্ধে তাদের সঙ্গে কংগ্রেস এবং বাম কর্মীরা থাকবেন। অন্যদিকে আমফানের ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি নিয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে বলতে গিয়ে আব্দুল মান্নান জানান যে এখন চুরি ধরা পড়ে গিয়ে পয়সা ফেরত দিচ্ছে ।কান ধরে উঠবস করছে আমরা এর বিরুদ্ধে লড়াই শুরু করেছি যাতে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের ন্যায্য প্রাপ্য পেতে বঞ্চিত না হন।